Alipurduar :
কফিন বন্দী বাবাকে দেখে কি ভাবছিল বছর পাঁচেকের মেয়েটি, তা কেউ জানে না। মায়ের কপালে যখন শেষ সিঁদুর পরানো চলছে, তখনও সে চুপচাপ। অঝোরে কাঁদছে তার মা, কাঁদছে দাদু-ঠাকুমা। শেষবারের মতো প্রিয় মানুষটিকে শ্রদ্ধা জানাতে তখন চারিদিকে লোকে লোকারণ্য।
সকলের চোখেই বিদায়াশ্রু। আর ছোট্ট মেয়েটি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছ তার বাবার মুখের দিকে। তার বাবা, গালওয়াল উপত্যকায় চিনা সেনার আক্রমণে মৃত্য ভারতীয় সেনা বাহিনীর বীর শহীদ জওয়ান বিপুল রায় । দেশের গর্ব, শহীদ বিপুল রায়ের সারা শরীর ঢাকা তেরঙা জাতীয় পতাকায় । বাবা যে আর ফিরবে না, তা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গিয়েছে ছোট্ট মেয়েটি।
শুক্রবার আলিপুরদুয়ার জেলার বিন্দিপাড়া গ্রামে শহীদের শেষ বিদায় বেলায় এই দৃশ্যই কাঁদিয়েছে সকলকে। দেশের জন্য মৃত্যুবরণ করা এলাকার সকলের প্রিয় ছেলেটির বিদায় শোকের সঙ্গে, চিরকালের মতো প্রিয়জন হারিয়ে যাওয়া, শহীদের পরিবারের শোক যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সাঁঝ বেলার অন্ধকারে।
Image : Collected from Internet.
আলিপুরদুয়ার সংবাদ প্রতিনিধি : রণবীর দত্ত
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !