প্রাইভেসি নীতি
উত্তর বার্তা নিউজ ওয়েবসাইট ব্যবহারের সময় আপনার এবং পরিবারের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে উত্তর বার্তা বদ্ধপরিকর।
- উত্তর বার্তা নিউজ
ওয়েবসাইট পুরোপুরি ব্যবহার করতে কিছু সময় আপনাদের ব্যক্তিগত কিছু তথ্য উত্তর বার্তা নিউজ কে জানাতে হয়। - আপনার দেওয়া তথ্য ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে প্রযোজ্য সবরকম ভারতীয় আইন অনুযায়ী ব্যবহার করা উত্তর বার্তা নিউজ র জন্য বাধ্যতামূলক।
- উত্তর বার্তা নিউজ ওয়েবসাইটগুলোতে অনেক সময় তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন ওয়েব সাইটের লিঙ্ক দেওয়া থাকে । বাইরের এ সব ওয়েবসাইটের বিষয়বস্তুর ব্যাপারে উত্তর বার্তা নিউজ র কোন দায়বদ্ধতা নেই এবং আপনি নিজের দায়িত্বে এগুলো ব্যবহার করতে পারেন।
উত্তর বার্তা নিউজ কি ধরণের তথ্য সংগ্রহ করবে আমার ?
- উত্তর বার্তা নিউজ লেটার, প্রতিযোগিতা, সরাসরি চ্যাট এবং মেসেজ বোর্ডের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করতে গেলে আপনাকে কিছু তথ্য সরবরাহ করতে হতে পারে। যেমন আপনার নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বর অথবা জন্ম তারিখ।
- নির্ধারিত জায়গায় আপনার তথ্য লেখার পর উত্তর বার্তা নিউজ আপনাকে আপনার পছন্দের সার্ভিস ব্যবহার করার সুযোগ দেবে ।
- উত্তর বার্তা নিউজ, এ ক্ষেত্রে কিছু কুকি ব্যবহার করে, কুকি হলো খুব সামান্য কিছু ডেটা, যার মাধ্যমে ওয়েবসাইটে আপনার পছন্দ অপছন্দের তথ্য সংরক্ষিত থাকে । এতে করে উত্তর বার্তা নিউজ আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইটগুলো উপস্থাপন করতে পারে । আপনি আপনার ওয়েব ব্রাউজারে এসব কুকি ঢোকার অনুমতি দিতে পারেন, আবার কুকি ঢোকার অনুমতি নাও দিতে পারেন ।
- একইভাবে আমরা আইপি অ্যাড্রেস সংগ্রহ করি যেটার মানে হলো একটি নির্দিষ্ট নম্বর যার মাধ্যমে একটি নির্দিষ্ট কম্পিউটার বা নেটওয়ার্কের কোন নির্দিষ্ট যন্ত্রকে সনাক্ত করা যায়)।
- উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইট সফ্টওয়্যারের মাধ্যমে এ সব আইপি অ্যাড্রেস এবং কুকি বিশ্লেষণ করে । তবে আপনার ব্যক্তিগত তথ্য ভান্ডার গড়ে তুলতে এসব তথ্য কখনই ব্যবহার করা হয়না এবং নিয়মিত বিরতির পর এসব নষ্ট করে ফেলা হয়।
- এছাড়াও আপনি ভারত থেকে বা বাইরে থেকে উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইট ব্যবহার করছেন কিনা, তাও এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে নির্ধারণ করা হয়।
- আপনার বয়স যদি ১৮ বা এর কম হয়ে থাকে, সেক্ষেত্রে উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য দেবার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন। অভিভাবকের অনুমতি ছাড়া উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইটে কোন তথ্য দেওয়া নিষিদ্ধ ।
উত্তর বার্তা নিউজ আমার ব্যক্তিগত তথ্য কিভাবে ব্যবহার করবে ?
- অল্প কয়েকটি ক্ষেত্রে উত্তর বার্তা নিউজ আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে । এরমধ্যে রয়েছে, 'সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন পার্পাস যেমন, আপনি যে ওয়েব সাইট ব্যবহার করছেন সে সংক্রান্ত প্রয়োজনে উত্তর বার্তা নিউজ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।
- আইনগত বাধ্যবাধকতা থাকলে বা আইনগত নিষেধাজ্ঞা না থাকলে উত্তর বার্তা নিউজ আপনার দেওয়া তথ্য গোপন রাখবে।
- উত্তর বার্তা নিউজ ওয়েবসাইটে আক্রমণাত্মক, আপত্তিকর অথবা যথাযথ নয় এমন কিছু পোস্ট করলে বা পাঠালে, বা অন্য কোনভাবে উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইটের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে, তা বন্ধ করতে উত্তর বার্তা নিউজ আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারে।
উত্তর বার্তা নিউজ কতদিন ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে ?
- উত্তর বার্তা নিউজ র ওয়েবসাইট ব্যবহার করতে, আপনার ব্যক্তিগত তথ্য যতদিন প্রয়োজন উত্তর বার্তা নিউজ সংরক্ষণ করবে । এছাড়া আপনি যদি উত্তর বার্তা নিউজ র কোন ওয়েবসাইটে কিছু লিখে থাকেন বা পাঠিয়ে থাকেন, তা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত সংরক্ষণ করা হবে ।
আমরা প্রতিনিয়ত আমাদের পলিসি বদলাতে থাকি, সময় অনুসার ।
প্রয়োজন মত পরে নেবেন ।
ধন্যাবাদ ।
এডিটর
উত্তর বার্তা নিউজ
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !