পাহাড়ে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে বুধবার থেকে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়।



আমাদের দেশ অনেকটাই নদীমাতৃক আর নদীকে ঘিরেই জীবন যাপন করে বহু মানুষ জীবিকার অঙ্গ হিসেবে নদী তীরে বসবাসকারীরা নানা কাজ করতে দেখাযায় নদীকে সামনে রেখে আবার এই নদীই জীবন করে নেয়় তার ভয়াল রুদ্র রুপের কবলে পড়লে। সিকিম থেকে উৎপওি তিস্তা নদী যা অনেক জায়গা বয়ে বাংলাদেশের গিয়ে পড়েছে। শিলিগুড়িরি থেকে কালীঝোড়া হয়ে সেবককে পিছনে ফেলে সিকিম যাওয়ার রাস্তায় পড়ে তিস্তা নদী গভীর খাতে বয়ে যাওয়া নদীর রুপ ভয়ঙ্কর হয় পাহাড়ে ভাড়ী বৃষ্টি হল।


8


বহু বছর ধরে এই নদীর দু ধারে বসতি গড়ে উঠেছে সিকম থেকে বয়ে যাওয়া নদীর উপড় বাঁধ দিয়ে গড়ে উঠেছে জলবিদ্যুৎ কেন্দ্র ভারত সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর পর জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয় তখন থেকে এই এলাকাবাসীরা নানা অসুবিধার মধ্যে পড়েন জীবিকার অধিকার কেড়ে নেয় সরকারী  কিছু অবাস্তব পরিকল্পনা  যা রাজ্যে ও কেন্দ্রেরের সরকার সমানভাবে দায়ী  আজ ও বহু মানুষ তারা জমির পাট্টা পায় নি। প্রতিবছর জলস্তর বাড়ার ফলে ঘর বাড়ী ভেসে যায় সরকার তাদের অন্য জায়গায় জমির ব্যাবস্হা করেনি তাই তাদের সবসময় আতঙ্কে থাকতে হয়।কালীঝোড়ায় ধ্বস নামে একটু বৃষ্টি হলেই অভিযোগ জলবিৎদ্যুৎ প্রকল্পের জন্যে |
এক নাগারে বৃষ্টিপাতের জন্যে তিস্তা নদীর জলস্তর বাড়ার ফলে তিস্তা নদীর তীরে বসবাস করে এমন একটি পরিবার তাদের অন্য জায়গায় চলে যেতে হয়েছে।


Adv.
We deal with Pancard, Railway ticket, 2/4 wheeler Insurance Letterhead Design etc.
9088862930


বিশেষ করে সিকমে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যে বুধবার থেকে তিস্তা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায় আজ বৃহস্পতিবার সকালে তিস্তা নদীর জলস্তর বিপদ সীমা অতিক্রম করে তিস্তার নদীর দু পাশে বসবাসকারীরা আতঙ্কিত হয় সকাল তিনটার সময় সুন্তুুলে খোলায় বুনু এিখএি্র অস্হয়ী বাড়ী নদীর জলে ভেসে যায়। ঘরে বসবাসকারী পরিবারের সদস্যরা আগেই ঘর ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাওয়াতে জীবন হানি হয়েছিলেন তবে ঘরের সমস্ত অসবাবপএ নদীর জলে ভেসে যায় পরিবারের সদস্যরা নিজেরদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেয়। উল্লেখ্য এিরবেনীত কোভিদ হাসপাতালের রাস্তায় জল চলে আসে এবছর তিস্তা নদী ভয়ানক রুপ নিয়েছে জলস্তর বাড়ছে প্রতি ঘন্টায়।









🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩









*স্বপন পাল, দার্জিলিং*

সংবাদ প্রতিনিধি :



স্বপন পাল,

 শিলিগুড়ি/দার্জিলিং





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ