অবহেলিত শতাব্দী প্রাচীন গ্রন্থাগার।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের থানামোড়ে শহরের প্রাণকেন্দ্রে এই লাইব্রেরী।
১৯১০ সালে ব্রিটিশ দের নির্মিত এই ভবনে আছে অনেক পুরোনো বই।যদিও পরবর্তী সময়ে ভবনের নির্মান কাজ হয়েছে। পাশে একটা নতুন ভবন তৈরি হয়েছে। একসময় কর্মচারী ও সদস্য সংখ্যা যা ছিল বর্তমানে তার সংখ্যা খুবই কম। পাঠকদের একাংশের দাবী পরিস্কার পরিচ্ছন্নতার অভাব।
বর্তমানে সদস্য সংখ্যার অনুপাতে লাইব্রেরী কর্মী নেই। শতাব্দীর প্রাচীন এই লাইব্রেরী অস্তিত্ব যখন এতটাই সঙ্কটে, তখনই একদল মানুষের দাবী শতাধিক বছরের এই পুরোনো ভবনকে হেরিটেজ ঘোষণা করা হোক।
এই লাইব্রেরী দেখেছে ব্রিটিশ পাঠকদের, আবার স্বাধীনতা সংগ্রামের সাক্ষ বহন করেছে।
বর্তমানে ই-লাইব্রেরী, ডিজিটাল লাইব্রেরি, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এর ব্যবহারের জন্য আধুনিক প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে লাইব্রেরী বিষয়টি হারিয়ে যেতে বসেছে।
তবুও সাধারণ মানুষের থেকে বুদ্ধিজীবী সবার একই বক্তব্য রাধিকা লাইব্রেরী কে বাঁচিয়ে রাখতে সরকারী উদ্যোগের প্রয়োজন।
একই সাথে কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যবস্থা ও বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্ম কে লাইব্রেরী মুখি করে তুলতে হবে।
অবিলম্বে প্রশাসন এই ব্যাপারে ওয়াকিবহাল না হলে ময়নাগুড়ি তাঁর অন্যতম ঐতিহাসিক ঐতিহ্য কে হারাবে ।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !