রাজ্যের লকডাউন-৪ নির্দেশিকার বিস্তারিত তথ্য :
➡️ কোন কারফিউ নয়, লকডাউন চলবে। মানুষের কাছে অনুরোধ, আপনারা সামাজিক দায়িত্ব পালন করুন, সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাইরে বেরোবেন না
➡️ কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হল।
• এ জোন হল অ্যাফেক্টেড জোন
• বি জোন হল বাফার জোন
• সি জোন হল ক্লিন জোন
➡️ আগামী ২১ মে থেকে সমস্ত বড় দোকান খোলা যেতে পারে, তবে কনটেনমেন্ট জোন ছাড়া। আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হবে। বেসরকারি অফিস খুলতে পারে ৫০% কর্মচারী নিয়ে
➡️ সেলুন এবং বিউটি পার্লারগুলি খোলা যেতে পারে, সেক্ষেত্রে সব যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের নির্দেশাবলী অনুসরণ করতে হবে
➡️ আগামী ২৭ মে থেকে সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে। পুরোপুরি স্যানিটাইজেশনের পর জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট। অটো চলবে, তবে দু’জন করে যাত্রী নিয়ে।
➡️ অন্যান্য রাজ্যে আটকা পড়া প্রায় ৩ লক্ষ মানুষকে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। ইতিমধ্যেই ১৬টি ট্রেন এসেছে, মোট ২৩৫টি ট্রেন আনা হবে
➡️ নিজেরা নিজেদের যত্ন নিন, মাস্ক পড়ুন, শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাথমিক সতর্কতা অবলম্বন করুন। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নিজেদের দায়িত্বশীল হতে হবে
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !