ফাটাপুকুরে বেহাল জাতীয় সড়ক । Poor road Condition of National Highway at Fatapukur.

ফাটাপুকুরে বেহাল জাতীয় সড়ক ।







শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে সাধারণত ঘন্টা দুয়েক লাগে। কিন্তু ফাটাপুকুরের সামনে জাতীয় সড়কের এতটা বেহাল অবস্থা যে সেখানে মাত্র কয়েক কিমি পেরোতেই লেগে যাচ্ছে ঘন্টা খানেক সময়। এমনিই এই টুকু জায়গার বেহাল রাস্তা তার উপর নিয়মিত বৃষ্টি দুইয়ে মিলিয়ে নিত‍্যযাত্রীদের নরকভোগ করতে হয়। প্রায় প্রতিদিনই এই জায়গায় কয়েকশো মালগাড়ি ও যাত্রিবাহী জ‍্যামে আটকে পড়ে। নিত‍্যযাত্রীদের একটাই দাবি গুরুত্বপূর্ণ এই রাস্তা অবিলম্বে ঠিক করতে হবে।




শিলিগুড়ি/আলিপুরদুয়ার সংবাদ প্রতিনিধি : 

পলাশ দেবনাথ



















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ