সাধারণ মানুষের সুবিধার্থে সমস্ত বেসরকারি বাসকে অধিগ্রহণ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার । For the benefit of the common people of Bengal, GoWB may take over all the Private buses and run themselves.


লকডাউন শিথিল করার প্রথম পর্বে রাজ্য সরকার থেকে ছাড় দেওয়া হয়েছিল বাসের মতো অন্যতম গণপরিবহন ব্যবস্থার ।। 

(image courtesy : kolkata bus o pedia)

কিন্তু বাস ভাড়া না বাড়িয়ে প্রায় বিনা যাত্রী নিয়ে প্রতিদিন বিভিন্ন রুটে বাস চালানো যে তাদেরকে প্রবল ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে তা জানিয়েছিলেন বেসরকারি বাস মালিকরা। এই অবস্থায় রাস্তা থেকে বাসও তুলে নিতে শুরু করেছিলেন তাঁরা। পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে বাস পিছু ১৫ হাজার টাকা করে মাসিক ভর্তুকি দেওয়ার প্রস্তাব জানালেও তাতে রাজি হননি বাস মালিকরা ।।

এবার এই অচলাবস্থা কাটাতে চরম পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন যে বাস মালিকদের হাতে আর দু’দিন সময় রয়েছে। তারা যদি রাজ্য সরকার ও সাধারণ মানুষের সুবিধার্থে পথে বাস না নামান তবে সমস্ত বেসরকারি বাসকে অধিগ্রহণ করবে রাজ্য সরকার। ডিজাস্টার অ্যাক্টের অধীনে এই কাজ সম্পন্ন করবে সরকার ।।

(image courtesy : kolkata bus o pedia)


তিনি আরো জানিয়েছেন যে, এই বেসরকারি বাসগুলোকে সরকারি বাসের মতোই চালানো হবে। এই বাসগুলোর বাসচালক ও কন্ডাক্টার নিয়োগ করা হবে রাজ্য সরকার থেকেই। বেসরকারি বাসের যারা চালক ও কন্ডাক্টার আছেন তারা যদি এই বাসগুলো চালাতে চান তবে তারা যেন রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন ।।





আলিপুরদুয়ার সংবাদ প্রতিনিধি : রণবীর দত্ত




➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন ।
৯০৮৮৮৬২৯৩০
To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.
UBN
















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ