করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা। Tourism is one of the worst hit business due to the Covid19 Pandemic.


করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা। গত তিন মাসের বেশি সময় ধরে বন্ধ দার্জিলিংয়ের হোটেল গুলি। লকডাউনের জন্য কোনো পর্যটক যেতে পারেনি পাহাড়ে। 



One of the Worst hit is the Tourism Business of the Hills. More than 8 to 10 thousand of the hotel industry staff alone, of the tourism  business are jobless at the moment.
leaving aside all other related businesses, which would account approx. more than lakh are also facing similar situations.

দার্জিলিংয়ের পর্যটন মরসুম মার্চ, এপ্রিল এবং মে মাস। কিন্তু করোনায় লকডাউনের জন্য এই ভরা পর্যটনের মরসুমেও দার্জিলিং ছিল পর্যটক শুন্য। এরপর বর্ষায় পর্যটকের সংখ্যা এমনিতেই কমে যাবে পাহাড়ে। আর এই জন্যই ১লা জুলাই থেকে দার্জিলিয়ের সমস্ত হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল হোটেল মালিক সংগঠন গুলি। 


বর্তমান পরিস্থিতিতে হোটেল বন্ধ হলে বিভিন্ন হোটেলের ৮,০০০-১০,০০০ কর্মী কর্মহীন হয়ে পড়বে। জেলা শাসক এস,পুন্নবলম ও জিটিএ চেয়ারম্যান অনিত থাপা হোটেল মালিকদের সাথে আলোচনা করেন।  এরপর ২রা জুলাই আজ থেকে দার্জিলিং এর সমস্ত হোটেল খুলে যায় স্বাভাবিক কাজ শুরু করে পর্যটকের সংখ্যা বাড়বে আগামী দিনে আশা করছেন সবাই  ।।




*স্বপন পাল, দার্জিলিং*

সংবাদ প্রতিনিধি :
*স্বপন পাল*





















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ