দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হর্ষবর্ধন শ্রিংলার ঐকান্তিক প্রচেষ্টা এবং সোসাইটির সকল সদস্যদের সহযোগিতায় দার্জিলিংয়ে প্রথমবারের মতো ভারত জুড়ে পনেরটি শীর্ষ কোম্পানিতে হাজারেরও বেশি চাকরির জন্য বিনামূল্যে ইন্টারভিউ আয়োজন হয়েছিল আজ।
এই সাক্ষাৎকারটি দার্জিলিং-এর হোটেল সুমিশ্রী স্যান্ডারলিং রিসোর্ট এবং স্পা জিমখানা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে গত কল ও আজ।
সকাল সাড়ে ৭টা থেকে চাকরিপ্রার্থীরা গতকাল থেকে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন। চাকরি প্রার্থীরা উৎসাহ নিয়ে হাজির হয়েছেন ইন্টারভিউ প্রক্রিয়ায়। সাক্ষাৎকার চলেছিলো সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আজও একই সময় শুরু হয়েছিলো সাক্ষাৎকার নেওয়া। সাক্ষাৎকারটি সফল করতে গতকাল সংশ্লিষ্ট কোম্পানির এইচআররা দার্জিলিংয়ে এসেছিলেন। দার্জিলিংয়ে প্রথমবারের মতো চাকরি প্রার্থীদের জন্য এত কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির এইচআররা তাদের প্রথম দিনের চাকরিপ্রার্থীদের উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
দার্জিলিং-এর চাকরি মেলা আজ মেধাবী যুবকদের একটি চিত্তাকর্ষক সমাবেশের সাক্ষী হয়েছে যেখানে প্রথম দিনেই অনেক সাফল্যের গল্প উঠে এসেছেছিলো। আড়াই শতাধিক প্রার্থীর নিয়োগ নিশ্চিত করেছে বিভিন্ন কোম্পানি!
গতকাল প্রথম দিন যদি কোন চাকরিপ্রার্থী না আসতে পেরেছিল তারা আজ ১৫ই ডিসেম্বর ২০২৩ তারিখে চাকরির ইন্টারভিউ প্রোগ্রামে উপস্থিত হয়েছিলো।
তাজ গ্রুপ এবং টাটা ট্রেন্টের মতো শীর্ষ সংস্থাগুলি বিভিন্ন পদে সীমাবদ্ধতা ছাড়াই সরাসরি নিয়োগ করছে।
আগামীকাল ও নিয়োগ চলবে।
দার্জিলিং এর জিমখানা ক্লাবের কাছে সুমিশ্রী স্যান্ডারলিং-এ ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়।
সাংবাদিক: স্বপন কুমার পাল।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !