যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী ছাত্রী, মালবাজারের রেনেসাঁ দাস আত্মহত্যা করায় খুনিদের শাস্তির দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিবাদ বিক্ষোভ বাংলা পক্ষর। Student of Jadavpur University Renessa Das Suicide case due to suspected Ragging by Fellow Students.

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন মেধাবী ছাত্রী, মালবাজারের রেনেসাঁ দাস আত্মহত্যা করায় খুনিদের শাস্তির দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিবাদ বিক্ষোভ বাংলা পক্ষর।

  

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের জলপাইগুড়ি জেলার বোন, বাঙালি বোন রেনেসাঁ দাসকে অত্যাচার করে খুন করেছে দুই বহিরাগত জন্তু সুরজ ঝাঁ এবং পাপ্পু সোনা গান্ধী। লজ্জার কথা যে বিপ্লবের কথা বলা, বড় বড় রাজনীতির কথা বলা সব দল, সব ছাত্র সংগঠন আজ চুপ। মিডিয়ায় প্রাইম টাইমে টক শো নেই। কিন্তু বাংলা পক্ষ লড়ছে। বাংলা ছাত্র পক্ষ লড়ছে। এই গুন্ডাদের বাংলার মাটি থেকে উপড়ে ফেলবে বাংলা পক্ষ। খুনিদের ফাঁসি চাই। আমরা বাংলার মাটিতে কোনো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ক্রিমিনালদের আর মাথা তুলে দাঁড়াতে দেব না।"

সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, "আজ যাদবপুরের বাকি ছাত্র সংগঠন গুলো খুনিদের বাঁচাতে ব্যস্ত। বোনের খুনিদের শাস্তির দাবিতে কেউ সোচ্চার নয়। কিন্তু ভাবুন তো যাদবপুরে বাংলা ছাত্র পক্ষর বড় সংগঠন থাকলে কোনো বহিরাগত জন্তু বাঙালি মেয়েকে অত্যাচার তো দূরের কথা, বাঙালি মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারতো? আমরা আগামীতে সব বড় ইউনিভার্সিটিতে সংগঠন খুলবো। আমরা যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯০% ডোমিসাইল চালু করিয়েছি। এবার সব বিভাগে ডোমিসাইল চালু করাবো। সব বিশ্ববিদ্যালয়ে ডোমিসাইল চালু করাবো৷"

বাংলা ছাত্র পক্ষর প্রধান রণ ভট্টাচার্য বলেন, "আমরা যাদবপুর সহ কোনো বিশ্ববিদ্যালয়,  ইঞ্জিনিয়ারিং কলেজে, মেডিক্যাল কলেজে যাতে গ্রাম তথা জেলার ছেলেমেয়েরা অত্যাচারিত না হয় সেজন্য বাংলা ছাত্র পক্ষ সব জায়গায় লড়াই করবে এবং সংগঠন খুলবে। আমরা যাদবপুরকে বহিরাগতদের আবাদ ভূমি হতে দেব না।"

উপস্থিত ছিলেন বাংলা পক্ষর দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, অর্ক ঘোষ, অভিজিৎ দে, কুশনাভ মণ্ডল, লীনা রায় সহ অনেকে।



বক্তব্য সম্পূর্ণ বক্তার নিজস্য, পোর্টাল তার জন্য দায়ী নয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ