আসন্ন মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে বিন্নাগুরিতে শিক্ষকদের প্রচার।।
Teachers Campaign in Support of TMC Candidate Joyprakash Toppo in Upcoming Madarihat Assembly By-Election.
In the lead-up to the Madarihat Assembly by-election, teachers campaigned in support of TMC candidate Joyprakash Toppo in Binaguri.
আসন্ন মাদারিহাট বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্গত বিন্নাগুরি অঞ্চলে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সমর্থনে শিক্ষকরাও সক্রিয়ভাবে প্রচারে অংশ নেন।
Campaigning for the upcoming Madarihat Assembly by-election is going on in full swing by various political parties. Teachers also actively participated in the campaign in support of Trinamool candidate Jayaprakash Toppo in Binnaguri area under Banarhat block of Jalpaiguri district on Tuesday.পলাশ সাধুখা এদিনের পথসভায় জানান, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিতেই এবারের ভোট হবে এবং জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Palash Sadhukha said in the street meeting that this year's election will be based on various developmental projects of the state and he expressed hope that the people will win the Trinamool Congress candidate led by Mamata Banerjee with a large number of votes.
সংবাদদাতা,
জয় রায়,
বিন্নাগুড়ি
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !