মুর্শিদাবাদে গঠিত হলো নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা কমিটি — গাছ উপহার দিয়ে দায়িত্বপ্রাপ্তদের সম্মাননা
পোর্টাল সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যব্যাপী বিস্তার লাভ করছে ওয়েস্টবেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। এবার মুর্শিদাবাদ জেলাতেও গঠিত হলো সংগঠনের জেলা কমিটি। এদিন এক বিশেষ অনুষ্ঠানে নতুনভাবে দায়িত্বপ্রাপ্তদের হাতে গাছ তুলে দিয়ে সম্মান জানানো হয় — যা পরিবেশ সচেতনতার এক ব্যতিক্রমী বার্তা বহন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফারাক্কা ব্লকের বিশিষ্ট সাংবাদিক সুভাষ মন্ডল বলেন, “একসময় মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। আজও সেই গর্বিত ঐতিহ্য বহন করছে এই জেলা। যদি জেলার সব পোর্টাল সাংবাদিক একত্রে কাজ করি, তাহলে মুর্শিদাবাদকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও পোর্টাল সাংবাদিকতার গুরুত্ব, দায়িত্ব এবং ভবিষ্যৎ পথরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, “সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থ— এই তিনটি স্তম্ভেই দাঁড়িয়ে থাকবে এই সংগঠন।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকদের স্বার্থরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং পারস্পরিক সহমর্মিতা গড়ে তোলার প্রয়াস চালানো হবে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার সাংবাদিকদের সঙ্গেও সমন্বয়ের বার্তা দেওয়া হয়।
📌 এই উদ্যোগ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ডিজিটাল সাংবাদিকতায় একটি নতুন মাত্রা যোগ করল।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
District Committee of West Bengal News Portal Reporters Welfare Association Formed in Murshidabad — Tree Saplings Presented as a Unique Token of Honour
📍 Murshidabad, June 14:
In a significant step towards strengthening digital journalism, the West Bengal News Portal Reporters Welfare Association has officially formed its district committee in Murshidabad. In a unique and eco-conscious gesture, the newly appointed committee members were honoured with tree saplings — promoting both environmental awareness and professional solidarity.
Renowned journalist of Farakka Block, Subhash Mondal, while addressing the event, remarked, “Murshidabad was once the capital of Bengal, Bihar, and Odisha. If all portal journalists unite under one umbrella, we can take this historically rich district to new heights once again.”
Other notable speakers at the event also emphasized the importance of portal journalism, the responsibilities it entails, and the direction it should take in the future. They stated, “Delivering true, unbiased, and public-interest-driven news is the core mission of this association.”
The association aims to protect the rights of digital journalists, uphold their dignity, and build mutual cooperation across the profession. A call for greater collaboration among journalists from different districts of the state was also made.
📌 This initiative marks a new chapter in empowering digital journalists across West Bengal.
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !