আমফান ঘূর্ণিঝড়





আমফান ঘূর্ণিঝড় :

আলিপুর আবহাওয়া দফতরের  তরফে জানানো হয়েছে, আমপান উত্তর-পূর্ব দিকে দ্রুত গতিতে এগোতে শুরু করবে । 
বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টি সাগরদ্বীপ এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে । 

আবহ বিদদের মতে, আমফান ঠিক কোথায় আছড়ে পড়বে তা আগামী ২৪ ঘণ্টাতেই স্পষ্ট হয়ে যাবে । কারণ ওই সময়ের মধ্যেই মধ্যে ঝড়টি নিজের গতিপথ বদলাতে পারে । 
তাঁদের মতে, ঘূর্ণিঝড়ের জেরে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় মঙ্গল এবং বুধবার ব্যাপক বৃষ্টি হবে । বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়াতে । 
আমফান সাগরদ্বীপ হয়ে সুন্দরবন অঞ্চলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । 

একইসঙ্গে বাংলাদেশের হাতিয়া-সহ সেখানকার সুন্দরবনেও আমফানের প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে । 

আবহ বিদরা মনে করছেন, রবিবার ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটারের মধ্যে রয়েছে ,তবে সোমবার থেকে তা বাড়তে শুরু করবে । 

    • সোমবার থেকে তার গতিবেগ ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার হতে পারে । 
    • মঙ্গলবার সেই গতিবেগ হতে পারে ১৭০ থেকে ১৮০ কিলোমিটার ।  
    • বুধবার আমপান স্থলভাগে প্রবেশ করলে তার গতিবেগ হতে পারে ১৬০ থেকে ১৭০ কিলোমিটার ।









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ