আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা এবার ১০০ ছাড়াল। সোমবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৭৮।
মঙ্গলবার জেলায় কোনও পজিটিভ কেস ছিল না। বুধবার নতুন করে আরও ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ায় জেলায় অপ্রতিহত গতিতে এগচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। জেলায় করোনা আক্রান্ত সেঞ্চুরি পেরনোয় জেলাজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুবর্ণ গোস্বামী জানান, বুধবার জেলায় নতুন করে আরও ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্ত প্রত্যেককেই তপসিখাতা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Corona Positive in Alipurduar crossed 100, which has created a Panic among the residents of Alipurduar.
Till Monday the count was 78, but on Wednesday, Dr Subarna Goswami confirmed that 28 more people were tested positive and all the 28 Positives are admitted in Tapasikhata Covid Hospital.
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !