উপন্যাসের কাব্য অন্যদিকে প্রবন্ধ তথা গদ্যের বিজ্ঞান, তার সঙ্গে কিছু গান, কবিতা ও ভারতবর্ষ – সব মিলিয়েই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । A Different Perspective. Bankimchandra Chattopadhyay.




বাংলা সাহিত্যের নবজাগরণের পথিকৃৎ-কর্মী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।   
২৬ শে জুন ১৮৩৮ সালের অধুনা চব্বিশ পরগণা জেলার অন্তর্গত নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন মেদিনীপুরের কলেক্টর। নিয়মমাফিক পড়াশোনা শুরু বাবার কর্মস্থল মেদিনীপুর জেলার এক ইংরেজি স্কুলে। পরে কাঁঠালপাড়ায় ফিরে হুগলি কলেজে। ১৮৫৬ সালে বঙ্কিমচন্দ্র আইন পড়বার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ১৮৫৭তে সেখান থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। ১৮৫৮ সালে সদ্য প্রতিষ্ঠিত কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ.পরীক্ষায় বঙ্কিমচন্দ্র দ্বিতীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেন। আইন পড়া শেষ হওয়ার আগেই যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কলেক্টরের চাকরি পান।

বঙ্কিমী সাহিত্যের বিশেষত্ব এককথায় তার রসায়নে। বৌদ্ধিক রসের সঙ্গে সাহিত্য রসের এমন মিশেল পরবর্তী বাংলা সাহিত্যেও বিরল। না বললেও বোঝা যায়; সমসাময়িক জাতীয়তাবাদের ঝোড়ো হাওয়ায় বাংলা-বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের নির্মাণকল্পে বঙ্কিমচন্দ্র তাঁর সাহিত্য-রচনার সমস্ত শক্তি ঢেলে দিলেও, তাঁর মননসঞ্জাত রসই বাংলা সাহিত্যকে প্রথম আধুনিকতার আলো দেখিয়েছিল। এককথায় বলতে গেলে, একদিকে উপন্যাসের কাব্য অন্যদিকে প্রবন্ধ তথা গদ্যের বিজ্ঞান, তার সঙ্গে কিছু গান, কবিতা ও ভারতবর্ষ 
– সব মিলিয়েই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
_________________________

গ্রন্থ তালিকা :
উপন্যাস-
দুর্গেশনন্দিনী
কপালকুণ্ডলা
মৃণালিনী
বিষবৃক্ষ
ইন্দিরা
যুগলাঙ্গুরীয়
চন্দ্রশেখর
রাধারানী
রজনী
কৃষ্ণকান্তের উইল
রাজসিংহ
আনন্দমঠ
দেবী চৌধুরানী
সীতারাম
উপকথা   ( ইন্দিরা, যুগলাঙ্গুরীয় ও রাধারানী ত্রয়ী সংগ্রহ)

Rajmohan's Wife

প্রবন্ধ গ্রন্থ:
কমলাকান্তের দপ্তর
লোকরহস্য
কৃষ্ণ চরিত্র
বিজ্ঞানরহস্য
বিবিধ সমালোচনা
প্রবন্ধ-পুস্তক
সাম্য
কৃষ্ণ চরিত্র

বিবিধ প্রবন্ধ:
বিবিধ
ললিতা (পুরাকালিক গল্প)
ধর্ম্মতত্ত্ব
সহজ রচনা শিক্ষা
শ্রীমদ্ভগবদগীতা
কবিতাপুস্তক
(কিছু কবিতা,এবং ললিতা ও মানস )

সম্পাদিত গ্রন্থাবলী :

দীনবন্ধু মিত্রের জীবনী
বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান ও
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী
















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ