জেলার পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আঁকা উজ্জ্বল ছবির মন্তাজ।

      


বৃহস্পতিবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আমেজ। পুজোর গন্ধ শিশির ভেজা সকালে বাতাসে শিউলি ফুলের সুবাস এবং ঢাকের বাদ্যির মূর্ছনার সঙ্গে বাংলার সকলের হৃদয়ে দুলছে খুশির জোয়ার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন যে "মা কাত্যায়নীর আগমনে বাংলার প্রতিটি ঘরে অনুরণিত হচ্ছে আনন্দসংগীত। আজ শারদোৎসবের প্রাক্কালে, টালা প্রত্যয়, ২৫ পল্লী, ৭৪ পল্লী, আলিপুর সার্বজনীন, কোলাহল, বেহালা নতুন দল, বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, আদি বালিগঞ্জ, ২১ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলাম।"

     

     

 এছাড়াও আজকের পুণ্য মুহূর্তের কয়েকটি উজ্জ্বল ছবির মন্তাজ। এদিন তিনি নিজেও ছবির মন্তাজ আঁকেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে।

     

     

অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। "

     

 

আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে।অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল।





বেবি চক্রবর্ত্তী, 
কলকাতা।
UBNVR







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ