গ্রহণ নিয়ে আলোচনা সভা আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার - A Discussion to be held at Alipurduar, regarding the Truth/Myth of Grohon, by Science and Rational Organization on 21-Jun-2020, Sunday.
বর্তমান আমাদের আধুনিক যুগেও বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। ঠিক তেমনই গ্রহণ নিয়েও মানুষের মনে একাধিক সংশয় রয়েছে, তাই মানুষের সেই সংশয় দূর করতে এক প্রচেষ্টা করলো আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা।
আজ উক্ত সংস্থার কামাখ্যাগুড়ি শাখার পক্ষ থেকে উত্তর কামাখ্যাগুড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় মানুষকে গ্রহণ সমন্ধে বিজ্ঞান সম্মত যুক্তি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে এলাকার লোকেদের থার্মাল স্ক্রিনিং করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সহ সম্পাদক রোহিত কর, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্সিং স্টুডেন্ট কণিকা রায়।
আগামীকাল রবিবার সূর্য গ্রহণ থাকার দরুন মানুষের মধ্যে গ্রহণ সমন্ধে ভুল ধারণা মেটানোর জন্য তাদের এই প্রচেষ্টা।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !