কালিম্পং এ আনলক পর্ব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে l - Unlock Phase in Kalimpong is getting Normal.



কালিম্পং এ আনলক পর্ব ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে l কালিম্পং থেকে সরকারি  বাস চলাচল যেমন করছে তেমনি শহরবাসী সহ দূরদূরান্তের পাহাড়ী মানুষ জন  কালিম্পং শহরে আসছেন l  
সবাই মাস্ক ও সেনিটাইজার ব্যাবহার করছেন কালিম্পং এর সবজি বাজার সহ বিভিন্ন এলাকায় আগের মত দোকানপাট খুলতে দেখা গেছে l কালিম্পং পর্যটনের জন্য খ্যাত আনলক পর্বে ধীরে ধীরে পর্যটকরা আসতে শুরু করছে তবে সংখ্যায় নগন্য l 
অন্য দিকে সচেতনতার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন l স্বাভাবিক ছন্দে যেমন ফিরেছে শহর কালিম্পং তেমনি এিবেনীতে গড়ে উঠল কোবিদ হাসপাতাল l 

উল্লেখ্য উওরবঙ্গে প্রথম কালিম্পং থেকে এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মারা যায় এরপর  জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল l বহু মানুষ রুজি রোজগার হারায় বিশেষ করে যান বাহনের কাজে যারা যুক্ত ছিল আজ তারা আনলক পর্বে রোজগারের সুযোগ পেয়েছে গতিময় জীবন এনে দিয়েছে তাদের l






দার্জিলিং সংবাদ প্রতিনিধি :
*স্বপন পাল*

















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ