দুর্গাপুজোর অর্ডারগুলো সব বাতিল হচ্ছে, তলিয়ে যাচ্ছে চন্দননগরের আলোর জগৎ । Durgapujo Orders are Cancelled. Now Chandannagar Lighting Workers are in Doldrums how to sustain their livelihood and also retain their Business. a small writeup.


দুর্গাপুজোর অর্ডারগুলো সব বাতিল হচ্ছে, তলিয়ে যাচ্ছে চন্দননগরের আলোর জগৎ । Durgapujo Orders are Cancelled. Chandannagar Lighting Workers are in Doldrum, how to sustain their livelihood and also retain their Business.


করোনা আর লকডাউনের জালে, রোশনাইয়ের শহর চন্দননগর এখন অন্ধকারে ডুবে যাচ্ছে । 
এ বছর দিল্লি, চেন্নাই এবং মুম্বইয়ের দুর্গাপুজোর আলোকসজ্জার চুক্তিগুলি অনেক আগেই বাতিল হয়ে গিয়েছিলো । 

তবে আশাছিলো যে কলকাতা তো আছে ! 
এ বছরে রোজগার কম হলেও কলকাতার যা কাজ হয় তাতে সংসার চালিয়ে নিতে পারবেন তাঁরা ।  কিন্তু সেই আশাতেও ছাই পড়ল ।

কুলুপুকুর ধার থেকে বিদ্যালঙ্কা, ঝাপানতলা, এই সব এলাকাতেই নামকরা কিছু সারিবদ্ধ দোকান ছিল, শুধুই আলো ব্যাবসায়ীদের । 
একের  পর এক দোকান নানারকম আলো ঝলমল করতো । এখন, একাধিক দোকান বন্ধ হয়ে গিয়েছে । আর তার বদলে কিছু দোকানে এখন আলোর সরঞ্জাম বন্ধ করে সবজি ও মুদিখানার দোকানে পরিণত হয়েছে । 

এক চরম অন্ধকার নেমে এসেছে আলোর শহর চন্দননগরে এই করোনা মহামারীর কারণে ।।
আগামী দিনে এই ব্যাবসার কি পরিণতি হবে কেউ জানে না ।। 

আমরা শুধু আশা করতে পারি যে  শিল্পীরা যেন এই মহামারীকে কাটিয়ে উঠলে, আবার নতুন করে চন্দননগর তথা সমগ্র ভারতবর্ষ এবং দুনিয়া কে আলোকসজ্জিত করতে পারে এবং বাংলার গৌরবময় ব্যাবসাকে, আরো উপরে নিয়ে যেতে পারে ।।

আমাদের UBN এর অল্প একটু প্রয়াস আপনাদের ব্যাবসার অগ্রগতির প্রচেষ্টায় ।।




UBN EDITORIAL,
NEWSDESK




➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
কোনও খবর রিপোর্ট করার থাকলে, 
আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, 
কিংবা এই নাম্বার এ কাল করুন ।
To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.
UBN

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷





Image Courtesy :-
1. Chandannagar LED Lighting

2. Gettyimage.ca
is.gd/AwYhPT

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ