দার্জিলিং ডেমোক্রেটিক ফোরামের তরফে, স্হায়ী রাজনৈতিক সমাধানের পক্ষে চকবাজারে ব্যাপক পোষ্টারিং করা হয় পাহাড়ে । Wall Poster put up in demand of good governance by Democratic Forum.

দার্জিলিং চকবাজারে আজ দুপুরে ব্যাপক পোষ্টারিং করা হয় ডিডিএফ বা দার্জিলিং ডেমোক্রেটিভ ফোরাম তরফে l  
সংগঠেনর তরফে প্রশ্ন রাখা হয় দার্জিলিং পাহাড়ে স্হায়ী রাজনৈতিক সমাধানের আশ্বস দিয়ে ভোটে জেতা জন প্রতিনিধিরা আজ পর্যন্ত কি করেছেন তার জবাব চাইছেন পাহাড়ের যুব সম্প্রদায় l

রাজ্যে সরকারের কাছে সরাসরি প্রশ্ন করেছে যদি পাহাড়ের ভাল চায় রাজ্যে সরকার তবে বহু দিন হয়ে গেল পঞ্চায়েত নির্দেশিকা মেনে পঞ্চায়েত ভোট করেছে না কেন ? পাহাড়ের ভোটে জেতা জন  প্রতিনিধিরা পাহাড়ের স্হায়ী রাজনৈতিক সমাধান কি পষ্ট করুক সংসদে বাদল অধিবেশনে  বিষয়টি নিয়ে দাবী তুলুক l

পাহাড়ে করোনা আবহের মধ্যে আবার রাজনৈতিক দল গুলি উওপ্ত হয়ে উঠতে পারে এমন আশংকা করেছন রাজনৈতিক মহল l








*স্বপন পাল, দার্জিলিং*

সংবাদ প্রতিনিধি :
*স্বপন পাল*















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ