আমরা আমাদের অজান্তেই বাংলার গৌরব হারাচ্ছি । আমরা বাংলা গান শুনে বড় হয়েছি ।কিন্তু এখন বাংলা গান সেভাবে আর শােনা যাচ্ছে না ।। সৌমিত্র রায় ।।
We are loosing our Tradition, Unnoticed. Saumitra Ray, Singer.
বাংলা এফ এম চ্যানেলগুলিতে কিন্তু বাংলা গান বাজানো হয় না , এবার সবর হলেন ভূমি ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গীতিকার এবং গায়ক সৌমিত্র রায় ।
আমরা বাঙালীরাই বাংলার শত্রূ । ধীরে ধীরে আমরা আমাদের অজান্তেই বাংলার গৌরব হারাচ্ছি । আমরা কম বেশি সবাই এফএম শুনি , এখন একটু ভেবে দেখুন তো বাংলার এফএম চ্যানেলে আপনি কটা বাংলা গান শুনতে পান । ২০ তা গান বাজানো হলে তার মধ্যে খুব বেশি হলে ১-২ টা বাংলা গান আপনি শুনতে পারবেন । প্রশ্ন তা হলো এমন টা কেন হবে ?
এই নিয়ে সবর হলেন ভূমি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য গীতিকার এবং গায়ক সৌমিত্র রায় । তিনি অনুরাধ করলেন ,১০টা গানের মধ্যে ৫ টা অন্তত বাংলা গান শােনানাে হােক । তাহল আমরা খুব খুশি হব ।
কেন বন্ধ করে দেওয়া হয় বাংলা গানের সেরা ঠিকানা কলকাতার গান কলকাতার প্রাণ আমার এফ এম বিষয়টি নিয়ে সরব সৌমিত্র রায়, ফেসবুক লাইভের মাধ্যমে বলেছেন, আমরা বাংলা গান শুনে বড় হয়েছি । কিন্তু এখন আর বাংলা গান সেভাবে শােনা যাচ্ছে না । অথচ ওই স্টেশনগুলোও বাংলা গান এবং বাঙালি শিল্পীদের উপরে ভিত্তি করে যাত্রা শুরু করেছিল ।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !