দার্জিলিং জেলা পুলিশ ডিএসপি শ্রী অচিন্ত দাশ গুপ্তের উপস্থিতিতে ঘোষপুকুর পুলিশ ক্যাম্পে একটি অ্যাম্বুলেন্স অনুদান দেয়।

স্বপন পাল,দার্জিলিং- দার্জিলিং জেলা পুলিশ ডিএসপি শ্রী অচিন্ত দাশ গুপ্তের উপস্থিতিতে ঘোষপুকুর পুলিশ ক্যাম্পে একটি অ্যাম্বুলেন্স অনুদান দেওয়া হয়। 


অ্যাম্বুলেন্সটি শিলিগুড়ি মহকুমার গ্রামীণ অঞ্চলের তিন ব্লক ফাঁসিদেওয়া, নকশালবাড়ি এবং খরিবাড়ীর জন্য উপলব্ধ থাকবে।


অ্যাম্বুলেন্সটি ঘোষপুকুরে উপস্থিত থাকবে এবং সেখান থেকেই পরিচালন করা হবে। ওই এলাকার বাসিন্দারা রাত বিরতে পরিষেবার সুযোগ পাবে।





*স্বপন পাল, দার্জিলিং*

সংবাদ প্রতিনিধি :
















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ