বিধানসভা নির্বাচনের আগেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে - সুকনার জনসভা থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং । Binay Tamang wants Bipartite Talks between State Government and the GJM Faction he leads. He has a list of Demands for Central & State Government to fulfill before AssemblybPolls.

*স্বপন পাল,দার্জিলিং*

Binay Tamang wants Bipartite Talks between State Government and the GJM Faction he leads. 
He also has a list of Demands for Central & State Government to fulfill before Assembly Polls.


বিধানসভা নির্বাচনের আগেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে - সুকনার জনসভা থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং ।


এদিনের সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনয় তামাং বলেন, বিধানসভা নির্বাচানের আগে তাদের সাংবিধানিক ন্যায়ের দাবী পূরণ না হলে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন।পাহাড়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে ভারত-ভুটান সন্ধি(১৯৪৯)এবং ইন্দো-নেপাল(১৯৫০)সন্ধি রদ করার দাবী জানান তিনি।পাশাপাশি সমস্যা সমাধানের জন্য দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের দাবীও জানান ।


তিনি আরও বলেন, ডুয়ার্স এবং পাহাড়কে সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠাবেন ।।






*স্বপন পাল, দার্জিলিং*

সংবাদ প্রতিনিধি :







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ