বঙ্গ ভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে সরব বাংলা পক্ষ। Bangla Pokkho Protesting against the divisive policy of BJP Leaders.



নিউজ ডেস্ক: বাংলা পক্ষ বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সব সময় লড়াইয়ে আছে। গোর্খাল্যান্ড চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ শিলিগুড়ি, কলকাতায় ঐতিহাসিক মিছিল করেছে এবং সারা রাজ্য জুড়ে আন্দোলন করেছে৷ ২০২১ এর বিধানসভা নির্বাচনে বাংলার বাঙালি সহ ভূমিপুত্ররা বিজেপিকে চূড়ান্ত ভাবে পরাস্ত করেছে। হারার পর থেকেই বাঙালির বিরুদ্ধে প্রতিশোধ নিতে তৎপর বিজেপি। বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু।

ছোট রাজ্যের পক্ষপাতী বিজেপি। সেই সুর শোনা গিয়েছে রাজ্যের দুই বিজেপি সাংসদের গলায়। বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন। সাংসদ সৌমিত্র খাঁ পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি তুলেছেন।
আর এইটা নিয়েই ফের একবার বঙ্গভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলা ও বাঙালির বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত বিজেপি। চাকরি-বাজার-পুঁজিতে বাঙালির অধিকারের ইস্যুকে চাপা দিয়ে বাঙালির সর্বনাশ করতে উদ্যত বিজেপি। তাই বাংলাকে আবারও টুকরো টুকরো করতে চায় হিন্দি সাম্রাজ্যবাদী, বাঙালির শত্রু বিজেপি। তারা বাংলায় আগুন জ্বালাতে চায়। আর এই নিয়েই আসরে নেমেছে বাংলাপক্ষ।

এরই প্রতিবাদে লড়াইয়ে আছে বাংলা পক্ষ। #বাংলা_পক্ষ র #উত্তর_দিনাজপুর জেলা সংগঠনের পক্ষ থেকে #শুভঙ্কর_ঘোষের নেতৃত্বে আজ রায়গঞ্জ থানায় জন বার্লা ও সৌমিত্র খাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হল। বাংলা ভাগের ষড়যন্ত্র করা ও বাংলায় আগুন জ্বালানোর চেষ্টার অভিযোগে ওনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক বাংলার প্রশাসন বাংলা পক্ষ এই অভিযোগ জানায়।


কৌশিক মাইতি জানান, বিজেপি মানেই বাংলা ও বাঙালির শত্রু ৷ ভোটে হেরে বাঙালির ক্ষতি করতে উদ্যত তারা। আবারও বাংলাকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। বাংলা পক্ষ লড়াইয়ে আছে। বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদীদের পরাস্ত করতে, বাংলা ভাগ রুখতে বাংলা পক্ষর নেতৃত্বে হাজার হাজার বাঙালি আবারও রক্ত দিতে প্রস্তুত।


🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩

Edited by Jayant Das,
UBN Editor,
Siliguri/Binnaguri

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০


To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.

UBN











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ