বাংলার বুকে খোদ বাংলার রাজধানীতে কেতাদুরস্ত দোকানে বাঙালি হলে জিনিস কিনতে দেওয়া হবে না, জিনিস ছুঁতে দেওয়া হবেনা, বাঙালি জাতি তুলে গালাগাল শুনতে হবে বহিরাগত অবাঙালি কর্মচারীদের থেকে - এটা কল্পনা করতে পারেন? ঠিক এটাই ঘটেছে ৬ জুন সকালে কলকাতার পার্ক স্ট্রীটে গোয়েঙ্কাদের মালিকানাধীন "নেচার বাস্কেট" দোকানে। ঘটনাটি ঘটেছে টিভিতে সুপরিচিত তৃণমূল সমর্থক ভাষ্যকার সোমনাথ সিংহ রায়ের সাথে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ।
সকালে সেই দোকানে ঢুকে দামি চকোলেট কেনার পর একটা প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে গেলে তেড়ে আসে এক অবাঙালি কর্মচারী। সোমনাথ বাবুকে বাঙালি জাতি তুলে অকথ্য গালাগাল করা হয় এবং বাঙালিকে কোন কিছুতে হাত দিতে বা বিক্রি করতে অন্য কর্মীদের নিষেধ করে ঐ অবাঙালি কর্মী। বাংলার মাটিতে দামী জিনিসের দোকানে ঢুকে যেন বাঙালি পাপ করে ফেলেছে! জানা গেছে, এই অবাঙালি ইউপির লোক। সোমনাথবাবু এই বিষয়ে শেক্সপিয়র সরণী থানায় অভিযোগ জানিয়েছেন।
এই ঘটনা পরপরেই সোমনাথবাবু বাংলা পক্ষর সাথে যোগাযোগ করেন। সংগঠনের তরফ থেকে তার পাশে থাকার এবং সবরকম আইনি সাহায্যের আশ্বাস দেওয়া হয়। বাংলা পক্ষর নেতৃত্বের তরফ থেকে অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে বলেন,
আজ সোমনাথবাবুর সাথে যা ঘটেছে, তা রোজ বাংলার বুকে হাজার হাজার বাঙালির সাথে ঘটছে। সোমনাথবাবুকে ধন্যবাদ যে জাতিবিদ্বেষের এই ঘটনা পুলিশে জানিয়ে তিনি এক সোজা শিরদাঁড়ার বাঙালি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। এই বহিরাগতরা চরম বাঙালি বিদ্বেষী অথচ এরা বাংলায় ঢুকে বাংলার খায়, থাকে, আয় করে। এদিকে বাঙালি বাইরে গিয়ে জীবিকা খোঁজে। অন্য সব রাজ্যের মত বাংলাতেও অবিলম্বে বেসরকারি ক্ষেত্রে চাকরি ও ঠিকা কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। একটা দোকান মাল বেচার সুপারভাইজারের চাকরিও সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি যেভাবে ভূমিপুত্রদের বঞ্চিত করে ইউপির এক বাঙালি বিদ্বেষী লোককে দিচ্ছে, এটা কি মহারাষ্ট্র বা তামিল নাড়ু হলে পারত নাকি ঐ দোকান এতক্ষন আস্ত থাকতো? পশ্চিমবঙ্গে গোয়েঙ্কার সব কোম্পানিতে ৮৬% বাঙালি চাই কারণ পশ্চিমবঙ্গে বাঙালি ৮৬%। এইভাবে বহিরাগতদের কাছে অপমানিত হবার দিন যে শেষ, বাংলার মানুষ সেই বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এসব চললে আগামীতে বাংলার মাটি বাঙালি-বিদ্বেষীদের জন্য যাতে নিরাপদ না থাকে, তার ব্যবস্থা করবে বাংলা পক্ষ।
কৌশিক মাইতি বলেছেন,
বাংলায় এভাবে বাঙালি আক্রান্ত বাঙালি বলে। বহিরাগতরা এই সাহস পায় কিভাবে? মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে এ জিনিস হয়? বাংলার পুলিস প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যাতে আর কারোর সাহস না হয় বাঙালিকে বাঙালি হিসাবে অপমান না করার। বাংলা পক্ষ সোমনাথ বাবুর পাশে আছে।
ইতিমধ্যেই এই ঘটনা বাংলা পক্ষ পেজ থেকে সোমনাথ সিংহরায়ের ভিডিও বয়ান সহ প্রচারিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক বাঙালি একইভাবে বাংলার মাটিতে বহিরাগতদের দ্বারা বাঙালি হিসেবে হেনস্থা হবার নানা ঘটনা লিখে জানাচ্ছেন।
সকলকে বাংলা পক্ষে যোগদানের আহ্বান ও জানিয়েছে বাংলা পক্ষ।
Edited by Jayant Das,
UBN Editor,Siliguri/Binnaguri
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.
UBN
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !