আজ সকাল 11টায় ভবানী ভবনে বিধানসভা নির্বাচন চলাকালীন, কোচবিহার পুলিশ সুপার দেবাশীষ ধর কে ডেকে পাঠালো সিআইডি অফিসে।
আগেই তাকে সাসপেনশন অর্ডার দেওয়া হয়েছিল।
গত 10 এপ্রিল রাজ্যের চতুর্থ দফা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচি তে সিআইএসএফ এর গুলিতে চারজন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তৎকালীন জেলার পুলিশ সুপার দেবাশিসবাবু বলেন আত্মরক্ষার্থেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে।
মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন ক্ষমতায় ফিরে সিআইডি তদন্ত করবেন এই ব্যাপারে এবং সেই অনুযায়ী সিআইডি তদন্তে নেমেছে। মনে করা হচ্ছে সেইদিন সেখানে কি হয়েছিল তার সঠিক ও পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়ার জন্য তলব করা হয়েছে দেবাশিসবাবু কে।
Edited by Jayant Das,
UBN Editor,Siliguri/Binnaguri
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০
To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.
UBN
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !