বঙ্গভঙ্গের পক্ষে যারা, দিল্লির মন্ত্রী হচ্ছে তারা। বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে বিজেপি, বিজেপি বাঙালি বিরোধী। এই বঙ্গভঙ্গের বিরোধিতা করে, বাংলপক্ষের তরফে বিশাল বিক্ষোভ সমাবেশ । The Bengali Tigers, Bangla Pokkho roars against the BJP MPs & MLAs in Champahati & burnt their effigies, who raised the question of dividing Bengal again.

বঙ্গভঙ্গের পক্ষে যারা, দিল্লির মন্ত্রী হচ্ছে তারা। 

The Bengali Tigers, Bangla Pokkho roars against the BJP MPs & MLAs in Champahati & burnt their effigies, who raised the question of dividing Bengal again.

Dr Garga Chatterjee
গর্গ চট্টোপাধ্যায়

বঙ্গভঙ্গের ষড়যন্ত্র করছে বিজেপি। এই অভিযোগে দক্ষিণ 24 পরগনায় গর্জে উঠল বাংলাপক্ষ। বাংলাপক্ষের চম্পাহাটি এলাকা কমিটির উদ্যোগে, চম্পাহাটি বটতলা মোড়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য সাম্প্রতিক কালে জন বার্লা, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক সহ একাধিক বিজেপি সাংসদ ও বিধায়ক এই রাজ্যকে ভাগ করার সপক্ষে যে বক্তব্য রাখেন তারই প্রতিবাদ করেন গণসংগঠনটির সদস‍্যরা।
 

বঙ্গভঙ্গ বিরোধী এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক মাইতি, ডাঃ অরিন্দম বিশ্বাস, জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী, চম্পাহাটি এলাকা কমিটির সম্পাদক শাহিদ ইকবাল মোল্লা। 

বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার প্রতিটিষবাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি বলেন, বাংলা পক্ষ বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে রক্ত দিয়ে হলেও শেষ পর্যন্ত লড়বে। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে৷ পাহাড় থেকে মোহনা- বাংলা পক্ষ লড়ছে।


Advertisement:
Advertisement



বিক্ষোভ সমাবেশের শেষে এক পথসভার আয়োজন করা হয় যেখানে শতাধিক সদস্যদের উপস্থিতিতে একটি দীর্ঘ মশাল মিছিল অনুষ্ঠিত হয় ও  জন বার্লা, সৌমিত্র খাঁ এবং রাজু বিস্তার কুশপুত্তলিকা দাহ করা হয় ।



🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩

    Jayant Das

UBN Editor,
Binnaguri/Siliguri/Chandernagore

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০


To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.

UBN

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ