দম দম তরুণ দল ২০সে জুলাই, খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভারম্ভ করতে চলেছে। Dum Dum Tarun Dal on their 44th Year of Durga Pujo, organising Khuti Pujo on 20th July.

দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের মধ্যে খুঁটি পুজো অনবদ্য।
খুঁটি পুজোর (Khuti Pujo'r) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। সেমতো এবছরও দম দম তরুণ দল খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুবারম্ভ করতে চলেছে।



হিন্দু শাস্ত্রে ‘দুর্গা’ নামটির ব্যাখ্যা নিম্নোক্তরূপে প্রদত্ত হয়েছে :

“দৈত্যনাশার্থবচনো দকারঃ পরিকীর্তিতঃ।
উকারো বিঘ্ননাশস্য বাচকো বেদসম্মত।।
রেফো রোগঘ্নবচনো গশ্চ পাপঘ্নবাচকঃ।
ভয়শত্রুঘ্নবচনশ্চাকারঃ পরিকীর্তিত।।”

- ‘দ’ অক্ষর দৈত্যনাশক, উ-কার বিঘ্ননাশক, ‘রেফ’ রোগনাশক, ‘গ’ অক্ষর পাপনাশক ও অ-কার ভয়-শত্রুনাশক। অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা। অন্যদিকে শব্দকল্পদ্রুম অনুসারে, “দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা” – অর্থাৎ, দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা।[১৮] আবার শ্রীশ্রীচণ্ডী অনুসারে এই দেবীই ‘নিঃশেষদেবগণশক্তিসমূহমূর্ত্যাঃ’ বা সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি।
Source: Wikipedia


আর দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের মধ্যে খুঁটি পুজো অনবদ্য।
সেইমত এই বছরও করোনা পরিস্থিতিতে কীভাবে দুর্গাপুজো (Durga Puja 2021) অনুষ্ঠিত হবে সেই উত্তর এখনও জানা নেই। তবে খুঁটি পুজোর (Khuti Pujo'r) মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে।

গত কয়েক বছর ধরে জাক জমক করে এরকমই খুঁটি পুজো উৎসব পালন করা বাঙালির উৎসবের মত হয়ে গেছে।

তারই প্রস্তুতি নিতে, দম দম তরুণ দল পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সমস্ত কোভিড নিয়মাবলী অনুসরণ করে এবছর ৪৪তম দুর্গোৎসব পালন করতে চলেছে।


এইবছর এই দল বিখ্যাত ও স্বনামধন্য শিল্পী শ্রী দেবতোষ করের সাথে যোগবন্ধন স্থাপন করেছে ।

বিগত কয়েক বছর ধরে দমদমের তরুণ দল খুব জনপ্রিয় ও সামাজিক থেকে অত্যন্ত দায়িত্বশীল দলের ভূমিকা পালন করে এসেছে।


আগামী ২০ই জুলাই পুজো কমিটি, পূজা প্রাঙ্গণে খুঁটি পূজার আয়োজন করেছে। 

এছাড়া এ একই দিনে দমদমের তরুণ দল বিনামূল্যে ২৫০জন কুমোরটুলি শিল্পী, ঢাকি ভাই, ইলেকট্রিক কর্মী, মণ্ডপ কর্মী, এবং রিকশা চালকদের ভ্যাকসিন দেওয়ার আয়োজন করেছে।

খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে।


এডিটর।


Advertisement:
Advertisement:



Dum Dum Tarun Dal is going to celebrate 44th year of Durga Puja by following all the Covid instructions given by the government of West Bengal.

This year they have tied-up with renowned artist, Sri. Debatosh Kar, who is a well known Puja artist, Sculptor & Concept Artist.


For the past few years Dum Dum Tarun Dal has been one of the popular and socially responsible club in the entire fraternity of Durga Puja world.

They are organising the "KHUTI PUJA" on 20th July (Tuesday), around 11:00 a.m. at their Puja premises.


Dum Dum Tarun Dal are also planning to Vaccinate 250 Artists of Kumortuli, Dhaki bhai, Electricians, Decorators and Ricksaw Pullers free of cost on the same day.

Editor


🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩

  Jayant Das

UBN Editor,
Binnaguri/Siliguri/Chandernagore

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০


To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.

UBN



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ