শিলিগুড়ি জংশনে বাংলা ভাষায় সাইনবোর্ড না থাকায় ও টুরিস্ট স্পেশাল (ভিস্তা ডোম) রেল পরিষেবাতেও বাংলাতে নেই ঘোষণা, তীব্র প্রতিবাদে বাংলাপক্ষ।

ভিস্তা ডোম। রেল চালু করেছে নতুন এই রেল সফর।
বাংলার মাটিতে এই রেল যাত্রায় নেই বাংলারই স্থান। তা নিয়েই এবার প্রতিবাদে নামল শিলিগুড়ি বাংলাপক্ষ।



শিলিগুড়ি বাংলা পক্ষ আজ একাধিক কর্মসূচী পালন করে। প্রথমে সংগঠনের জেলা শাখার নেতৃত্বে শিলিগুড়ি জংশন স্টেশনে বাংলা ভাষার সাইনবোর্ড ও অন্যাশন্যে পরিষেবার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গেই সম্প্রতি চালু হওয়া ভিস্তাডোম ট্রেনে পর্যটকদের যে যাত্রা পথের বিবরণ শোনানো হচ্ছে তা হিন্দি ও ইংরাজীতে, বাংলা ভাষা নেই বাংলার মাটিতেই। এর প্রতিবাদে উত্তর-পূর্ব সীমান্ত রেলপথের DRM কেও ডেপুটেশন দেওয়া হয় এবং অবিলম্বে বাংলা ভাষা যোগ করার দাবি জানানো হয়।
সংগঠনের তরফে বহিরাগত রেল কর্মচারীদের মধ্যো বর্ণ পরিচয় বিলি করে, তাদের বাংলা ভাষা শিখে নেওয়ার কথা বলা হয়। কারণ সংবিধান অনুযায়ী বাঙালি নিজের মাটিতে বাংলায় সকল পরিষেবা পাবে এটাই সঠিক।



এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য রাজাদিত্য সরকার, কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য সাগরিকা দাশগুপ্ত, সংগঠনের শিলিগুড়ি শাখার জেলা সম্পাদক গিরিধারী রায় , জেলা কমিটির আশীষ সাহা সহ সকল সদস্য ও অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং সদস্যররা।



Advertisement:
Advertisement:


এইদিন বাংলা বললে বাংলাদেশ চলে যাওয়ার কথা বলা হিন্দিভাষী বেসরকারি নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতেও শিলিগুড়ি থানায় আবেদন করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করা হয়। সেইসঙ্গে এই কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্য মুখার্জী হসপিটাল নামের ঐ বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষকেও ধন্যাবাদ জানানো হয়।




🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩




Jayant Das
UBN Editor,
Binnaguri/Siliguri/Chandernagore

➖➖➖➖➖➖➖➖➖➖➖

কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০


To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.

UBN




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ