জলপাইগুড়ি মোহিত নগর ফার্ম গেটের সামনে জাতীয় সড়কে টোটো উল্টে হল দুর্ঘটনা। বরসর দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রী সহ টোটো চালক। স্থানীয় দের অভিযোগের তীর টহলরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে।
শহর জুড়ে যখন রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার চলছে সাজো সাজো রব, ঠিক তখনই জলপাইগুড়ি টাউন ক্লাব এর সামনের রাস্তায় টোটো উল্টে পথ দুর্ঘটনা।
স্থানীয়দের থেকে জানা গেছে যে জলপাইগুড়ি মোহিত নগর ফার্ম গেটের সামনে জাতীয় সড়কে টোটো উল্টে হল দুর্ঘটনা।
বড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচল যাত্রী সহ টোটো চালক। স্থানীয়দের অভিযোগের তীর টহলরত পুলিশ কর্মীদের বিরুদ্ধে।
খবর পাঠিয়েছেন:
নবেন্দু সরকার
জলপাইগুড়ি।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !