জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা প্লাবিত হাতি নলার জলে।

এখনো অবধি যা খবর পাওয়া গেছে যে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নেতাজি নগর এলাকা প্লাবিত হাতি নলার জলে। 

গত দুদিন ধরে প্রবল বৃষ্টি হওয়াতে পাহাড় থেকে নেমে আসে জল। আর সেই জলে প্লাবিত হলো নেতাজি নগর এলাকা।


প্লাবিত এলাকা পরিদর্শনে বিন্নাগুড়ি আউটপোস্টের এসআই ভয়েস সুব্বা , সিভিক উমেশ পাসওয়ান ও অন্যান্যরা।


এলাকা পরিদর্শনে রয়েছেন বানারহাট থানার ওসি।



খবর করেছেন: জয় রায়, বিন্নাগুড়ি 
UBNVR







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ