জামিনে মুক্ত বাংলাপক্ষের দুই ‘বীর’, বিহার থেকে বাংলায় আসা দুই ছাত্রকে হেনস্থা করার ঘটনায়!

গলায় মালা পরিহিত তাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই এই দুজনের প্রশংসা করেছেন বাংলাপক্ষের গর্গ চট্টোপাধ্যায়।

শিলিগুড়িতে দুই অবাঙালি ছাত্রকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাপক্ষের দুই নেতার জামিন মঞ্জুর হয়েছে। রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়ের জামিন মিলেছে। বাংলাপক্ষের সহযোগী একাধিক গ্রুপ সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেছে। সেখানে লেখা হয়েছে, "শিলিগুড়িতে গ্রেফতার হওয়া বীর বাঙালি রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় বীরের মতো বেরিয়েছে। দুজনেরই জামিন হয়ে গেছে। জাল ডোমিসাইল চক্র আমরা ধ্বংস করবই। কোনও বহিরাগত অপরাধীকে আমরা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সুরক্ষা নষ্ট করতে দেব না। লড়াই আরও তীব্র হবে।"

তাদের গলায় মালা পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

জামিন মিলেছে বাংলাপক্ষের দুই 'বীরের', বিহার থেকে বাংলায় আসা দুই ছাত্রকে হেনস্থা :ছবি বাংলাপক্ষ

বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় এর আগেই এই দুজনের প্রশংসা করেছিলেন। তিনি এএনআইকে বলেছিলেন, "রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় বাংলাপক্ষের সদস্য। তারা ভারত মাতার দেশপ্রেমিক সন্তান। তারা সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফকে রক্ষা করেছে। ওই অপরাধীরা ভুয়ো বাসস্থান সার্টিফিকেট জমা দিতে যাচ্ছিল। তারা বাহিনীতে ঢোকার চেষ্টা করছিল। এই দুজন দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছে এবং ভারতের সুরক্ষাকে রক্ষা করেছে।"

তিনি আরও দাবি করেন, "২০২১ এবং ২০২২ সালের দুই নিয়োগ পরীক্ষায় পশ্চিমবঙ্গ কোটায় ৬০ শতাংশ প্রার্থীর পরিচয় ছিল প্রশ্নের মুখে। প্রায় ৫৫৫০ জন ভুয়ো নথি জমা দিয়েছেন। বাংলাদেশের লোকজনও নকল নথি জমা দিচ্ছেন। আমরা সিআরপিএফ অফিসেও গিয়েছিলাম। সব মহলে জানিয়েছি। পশ্চিমবঙ্গ, আসাম, এবং ত্রিপুরাতেও একই সমস্যা রয়েছে। তারা অবৈধভাবে ঢুকে বাহিনীতে প্রবেশ করছে। এটা জাতীয় সুরক্ষার ব্যাপার। আমরা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি। প্রথমে সিআইডিতে গিয়েছিল, পরে সিবিআইয়ের হাতে গেছে।"

জামিন মিলেছে বাংলাপক্ষের দুই 'বীরের', বিহার থেকে বাংলায় আসা দুই ছাত্রকে হেনস্থা :ছবি বাংলাপক্ষ

প্রসঙ্গত, বিহার থেকে শিলিগুড়িতে পরীক্ষা দিতে আসা দুই ছাত্রকে হেনস্থা করেছিলেন বাংলাপক্ষের এই দুই সদস্য। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সেই ভিডিও পোস্ট করেছিলেন। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছিল।

ঘটনার বিবরণ:

একটি ভিডিও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় দুই তরুণ ঘুমিয়ে আছে। এরপর দুই ব্যক্তি এসে বাংলায় প্রশ্ন জিজ্ঞাসা করে, যা তারা বুঝতে পারেনি। পরে হিন্দিতে জিজ্ঞাসা করা হলে, তারা জানায় যে তারা পরীক্ষা দিতে এসেছে। এরপর তাদের উপর চোটপাট শুরু হয় এবং ডকুমেন্ট দেখাতে বলা হয়। যখন তারা তা করতে চায়নি, তখন তাদের কান ধরে ওঠবোস করানো হয় এবং জিজ্ঞাসা করা হয় কেন তারা বাংলায় পরীক্ষা দিতে এসেছে।

গিরিরাজ সিং এই ভিডিও শেয়ার করে লেখেন, "বাংলায় রোহিঙ্গা মুসলিমদের জন্য রেড কার্পেট, আর বিহারের বাচ্চাদের মারধর করা হয় পরীক্ষা দিতে আসার জন্য? তারা কি ভারতের অংশ নয় ? মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্ষকদের বাঁচানোর দায়িত্ব নিয়েছেন ?"



Content Source: HT Bangla, 
Image Source : Banglapokkho





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ