রাজ্যের সাধারণ মানুষকে ২০২৫ সালের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। The Chief Minister of Bengal extended New Year greetings to the people of the state for 2025.

মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভাল,তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।

২০২৪-এর বিদায় লগ্নে এবার তৃণমূল কংগ্রেসের হাত ধরে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আমরা ২০২৪ সালকে বিদায় জানাচ্ছি। আমাদের শক্তির মূল ভিত্তি, আমাদের মা, মাটি, মানুষের অবিচ্ছিন্ন সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আপনাদের আস্থা ও বিশ্বাসই যাবতীয় নিপীড়ন ও শোষণের শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সংকল্পকে আরও শক্তি যোগায়। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় আরও লেখেন,এই বছর ফের একবার আমরা পরীক্ষায় বিজয় লাভ করেছি। পর পর প্রতিবন্ধকতা থেকে আমরা যে সমস্ত মাইলফলকগুলি অর্জন করেছি, তা আপনাদের ভালবাসা এবং সংহতির জন্যই সম্ভব হয়েছে। এই বছরটিকে অবিস্মরণীয় করে তোলার জন্য আমি হাত জোড় করে বাংলার মানুষকে ধন্যবাদ জানাই।

পাশাপাশি নতুন বছরে পা দেওয়ার এই মুহূর্তে নতুন করে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, "আমি আমার প্রতিশ্রুতি আবারও স্মরণ করছি, বাংলার মানুষকে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেবা করব, আপনাদের রক্ষা করব এবং ন্যায়, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলিতে দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। জয় বাংলা।


বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- 
নির্বাচিত প্রতিবেদনকারী

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Bengal thrives with 'Maa, Mati, and Manush' (Mother, Land, and People). Let the light of a new dawn remain in the hands of Trinamool.

As 2024 comes to an end, Chief Minister Mamata Banerjee shared a message of progress under the leadership of the Trinamool Congress. She said, "We bid farewell to 2024 with gratitude for the unwavering support of our foundation—our Maa, Mati, and Manush. Your trust and belief empower us to stand strong against all forces of oppression and exploitation."

In her message, the Chief Minister further stated, "This year, once again, we have emerged victorious in the tests we faced. The milestones we have achieved, despite successive challenges, were possible because of your love and solidarity. I extend my heartfelt thanks to the people of Bengal for making this year unforgettable."

As the moment to step into the new year approaches, the Trinamool Supremo and Chief Minister Mamata Banerjee reiterated her renewed promise. She wrote, "I reaffirm my pledge to serve the people of Bengal with all my strength, to protect you, and to remain steadfast in upholding the ideals of justice, freedom, equality, and fraternity. Jai Bangla!"






















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ