দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে আছে ময়নাগুড়ি টি বি হাসপাতাল। Maynaguri T.B. Hospital is not in operation for a long time.





দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে আছে ময়নাগুড়ি টি বি হাসপাতাল ।
এক সময় আমাদের দেশে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যাবার সংখ্যাটা কম নয়। সে সময় বিভিন্ন ব্লকে তৈরি হয়েছিল, যক্ষা হাসপাতাল। জলপাইগুড়ি জেলায় বর্তমানে সেই হাসপাতলের খোঁজ আজ আর কেউ নেয় না। জলপাইগুড়ি জেলায় বর্তমানে শুধুমাত্র রানী অশ্রুমতি টিবি হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা থাকলেও সে সময়কার  অনেক হাসপাতলের ছবি খুবই করুন । রক্ষণাবেক্ষণ এর এভাবে নষ্ট হচ্ছে এই অকেজো বিল্ডিং গুলো। 

তেমনি এক হাসপাতাল তৈরি হয়েছিল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে কিছুটা দূরত্বে।তখন এই হাসপাতালে যক্ষা রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হলেও পরবর্তী সময়ে এই রোগের নিয়ন্ত্রণ করে পরিকল্পনা মাফিক চিকিৎসা শুরু হয় ডট এর মাধ্যমে। কখনো পরিকল্পনা মাফিক নাম হয় NTCP,(National TB Control Programme) এবং এর  পরবর্তীতে এটা ToR ও WHO এর তত্ত্বাবধানে Revised National TB Control Programme(RNTCP), পরিকল্পনা চালু হয়। বর্তমানে এর নাম National Tuberculosis Elimination Programme (NTEP). প্রথমে সপ্তাহে তিন দিন ও পরে ফিক্সড ড্রাগ কম্বিনেশন এর সাথে cat 1, 2, এম ডি আর, এক্স ডি আর, টি ডি আর, এই ভাবে ভাগ করে রোগীদের চিকিৎসা করা হতো। বর্তমানে এই চিকিৎসা ব্যবস্থাতে ডট এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি গত ব্যবহার যেমন মিসড কল এর ব্যবহার শুরু হয়েছে। কিন্তু ভগ্ন প্রায় হাসপাতালের উন্নয়ন করা হয়নি। 


বর্তমানে করোনা পরিস্তিতিতে যখন স্বাস্থ্য দপ্তর চিন্তিত, তখন এই বিল্ডিংটি ব্যবহার করলে সাধারণ মানুষের উপকারের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আর্থিক সাশ্রয় হবে বলে মনে করছেন কিছু নাগরিক ।





ময়নাগুড়ি সংবাদ প্রতিনিধি : সিমন্ত ভট্টাচার্য

Simanta Bhattacharjee





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ