ধার্মিক ব্যাখ্যায়, শকুনি হিন্দু ধর্মীয় গ্রন্থ মহাভারতের একটি অন্যতম চরিত্র । শকুনি মূলত: কৌরবদের পক্ষে একজন রাজা ছিলেন ।
পশ্চিমবঙ্গের রাজাভাতখাওয়া এবং দেশের আরো দুটি জায়গায় রয়েছে ‘শকুন সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্র’ ।
image source : HT
রাজাভাতখাওয়ায় শকুন প্রজনন কেন্দ্র থেকে আকাশে উড়বে আরো আট শকুন। গত বছর এই শকুন প্রজনন কেন্দ্র থেকে ছয় শকুনকে স্যাটেলাইট ট্রান্সমিশন ট্যাগ লাগিয়ে খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়েছিল। আকাশে উড়ে যাওয়া সেই শকুনগুলোর গতিবিধি সম্পর্কে নিয়মিত তথ্য পাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। ছেড়ে দেওয়া সেই সব শকুনেরা খোলা আকাশে অন্যান্য শকুনদের সাথে মিশে গেছে।
শুধু তাই নয় বিভিন্ন লুপ্তপ্রায় শকুনের শকুনের সঙ্গে মিশে প্রকৃতিতে বেশ ভালোই রয়েছে তারা। আর সেখান থেকে উৎসাহিত হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্প আরো আট শকুনকে খোলা আকাশে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আগের মতো স্যাটেলাইট ট্রান্সমিশন ট্যাগ লাগিয়েই শকুন গুলোকে ছাড়া হবে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ।
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !