রাজবংশী ভাষায় ২০০ স্কুলের অনুমোদন, উৎসবের আমেজ কোচবিহারে। Green Signal for Rajbanshi school recognition.

রাজবংশী ভাষায় ২০০ স্কুলের অনুমোদন, উৎসবের আমেজ কোচবিহারে।

মালদহ বাদে উত্তরবঙ্গের সব জেলা মিলিয়ে মোট ২০০ রাজবংশী ভাষার স্কুল রয়েছে। এই স্কুল গুলি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বদন বর্মন। তিনি জানান, আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী স্কুল গুলির অনুমোদন দেওয়ার ঘোষণা করেছেন। এতে তাঁরা অত্যন্ত খুশি।

উত্তরবঙ্গে রাজবংশী ভাষায় প্রায় ২০০টি স্কুলের অনুমোদন দেওয়ার ঘোষণা করেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই খুশির হাওয়া কোচবিহার জেলায়। কোচবিহার শহরে অকাল হোলি খেলায় মাতেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মালদহ বাদে উত্তরবঙ্গের সব জেলা মিলিয়ে মোট ২০০ রাজবংশী ভাষার স্কুল রয়েছে। এই স্কুল গুলি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বদন বর্মন। তিনি জানান, আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী স্কুল গুলির অনুমোদন দেওয়ার ঘোষণা করেছেন। এতে তাঁরা অত্যন্ত খুশি।

প্রতিটি স্কুলে কমপক্ষে ১২০জন পড়ুয়া থাকবে। গড়ে ৪ জন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বংশী বদন বর্মন জানান, এতে যেমন রাজবংশী ভাষার প্রচার ও প্রসার হবে, তেমনই বহু কর্মসংস্থান হবে। তাই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বুধবার কোচবিহার শহরে এক বর্ণাঢ্য মিছিল করা হয়। গোটা শহর পরিক্রমা করে ওই মিছিল। সংগঠনের নেতৃত্ব দের পাশাপাশি কয়েক হাজার রাজবংশী সম্প্রদায়ের মানুষ মিছিলে অংশ নেন। ঢাক ঢোল নিয়ে হোলি খেলায় মাতেন সংগঠনের সদস্যরা। রাস মেলা র মাঠ থেকে মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে ওই মাঠেই মিছিল শেষ হয়।

এর আগে রাজবংশী সম্প্রদায়ের আবেগের সঙ্গে যুক্ত নারায়নী সেনাকে সম্মান জানিয়ে নারায়নী ব্যাটে লিয়ন তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্য মন্ত্রী। এবার রাজবংশী স্কুল গুলি অনুমোদনের ঘোষণা করায় খুশি রাজবংশী সম্প্রদায়ের মানুষ।


 সংবাদ সৌজন্য: 

https://bangla.hindustantimes.com

💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠

Green Signal for Rajbanshi school recognition

School education department to inspect 200 informal schools, where Rajbanshi language is used as a medium for instruction, to find out whether they can be converted into formal schools.

Mamata Banerjee on Tuesday said the school education department would inspect 200 informal schools, where education was imparted through Rajbanshi language, to find out whether those could be converted into formal schools.

“We received requests from various corners to convert these schools into formal ones. The school education department would carry out inspections at these schools,” said the chief minister after a cabinet meeting at Nabanna on Tuesday.

Sources said those schools were located in some districts in north Bengal and the state cabinet had agreed to allow inspections at the schools accepting the local demands.

In north Bengal, Rajbanshis form a considerable portion of the population. For years now, the demand to introduce the Rajbanshi language as a medium of instruction in primary classes has been raised by the community.

“There were reports that a number of informal schools have been opened by some Rajbanshi organisations. It seems the state intends to regularise these institutions now,” said an observer. 

Mamata Banerjee also said that there were requests to carry out inspections at some informal schools where education is imparted through Kamtapuri language. “But they are yet to fix a curriculum like the Rajbanshi informal schools already did. The education department would carry out inspections at two such schools within a year as it would take a few months to prepare the curriculum,” she added.

Kamtapuri is a variant of the Rajbanshi language and in north Bengal, a section of the Rajbanshi community introduces themselves as Kamtapuri.

This has made the state announce separate language academies — even though both are believed to be the same language — and allot funds to these bodies and instruct the office-bearers to prepare syllabus and schoolbooks so that the languages could be introduced at primary schools.

The chief minister has further taken the initiative to name the university of Cooch Behar in the name of Panchanan Burma, the most revered statesman of Rajbanshis, announce a second campus of the varsity in his name and renovation of his ancestral house.egraphindia.com



Reported by editorsDesk,

Siliguri/Binnaguri 

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷


কোনও খবর রিপোর্ট করার থাকলে, 
আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, 
কিংবা এই নাম্বার এ কাল করুন । 

To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ