স্কুল ও রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ‍্যতামূলকের দাবি, রাজপথে মিছিল 'বাংলা পক্ষ'র। সংগঠনের পক্ষ থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হচ্ছে। Street Rally in Demand for Bengali compulsory in schools and State Government jobs, by 'Bangla Pokkho'.


ডব্লিউবিসিএস সহ সমস্ত রাজ‍্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ‍্যতামূলক করা এবং দশম শ্রেণি পর্যন্ত বাধ‍্যতামূলক বাংলা ভাষা শিক্ষার দাবিতে কলকাতায় মিছিল করল 'বাংলা পক্ষ' সংগঠন। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগে এই মিছিল তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রবিবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত হয় এই মিছিল।

এই মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। মিছিল থেকে আওয়াজ ওঠে, বাংলার মাটিতে হিন্দি-উর্দু তোষণ চলবে না। সমস্ত স্কুলে এবং রাজ্য সরকারি চাকরিতে বাংলা বাধ্যতামূলক করতেই হবে৷ এই বিষয়ে গর্গ নিজে বলেন, "ভারতের অন‍্য রাজ‍্যে যা স্বাভাবিক বাংলায় তা অস্বাভাবিক হয়ে ওঠে, বাংলা পক্ষ এই পরিস্থিতির বদল চায়।''


তিনি এও জানান, সংগঠনের পক্ষ থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হচ্ছে। সেই চিঠিতে তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়, পবিত্র সরকার, রূপম ইসলাম, নচিকেতা চক্রবর্তী, সব‍্যসাচী চক্রবর্তী, সুবোধ সরকার, চন্দন সেন, সুব্রত ভট্টাচার্য সহ সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাঙালিরা।


মিছিলে অংশগ্রহণকারীদের উৎসাহ নিয়ে উচ্ছ্বসিত গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ''এই মিছিলে বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বাঙালি দল, ধর্মের ঊর্ধে বাংলা পক্ষর দাবির পাশে আছে। বাঙালি সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব‍্যক্তিরাও এই দাবিতে বাংলা পক্ষর পাশে আছেন। সার্বিক ভাবে বাঙালি নিজের অধিকারের দাবিতে জেগে উঠছে।''


সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির কথায়, "শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভাষাদিবস পালন অর্থহীন। ভাষা কীভাবে বাঁচবে, বাঙালি কীভাবে বাঁচবে, সেই বিষয়ে আন্দোলন দরকার।" তাঁর দাবি, পথে নেমে বাঙালির দাবিতে সোচ্চার হওয়া এই বাংলায় 'বাংলা পক্ষ'র আগে কেউ করেনি।

  

  

সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির কথায়, "শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভাষাদিবস পালন অর্থহীন। ভাষা কীভাবে বাঁচবে, বাঙালি কীভাবে বাঁচবে, সেই বিষয়ে আন্দোলন দরকার।" তাঁর দাবি, পথে নেমে বাঙালির দাবিতে সোচ্চার হওয়া এই বাংলায় 'বাংলা পক্ষ'র আগে কেউ করেনি।



গর্গ চট্টোপাধ‍্যায়, কৌশিক মাইতি ছাড়াও সংগঠনের শীর্ষ পরিষদ সদস‍্য অরিন্দম চট্টোপাধ্যায়, মনোজিৎ বন্দ্যোপাধ্যায়, মনন মণ্ডল, রজত ভট্টাচার্য, সম্রাট কর, ডাঃ আব্দুল লতিফ, মহঃ সাহীন, সৌম্যকান্তি ঘোড়ই সহ জাতীয় সংগ্রাম পরিষদ ও বিভিন্ন জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।



Editor






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ