14 ই জুন সারা পৃথিবীতে পালিত হলো বিশ্ব রক্তদান দিবস ।

                     www.uttorbarta.online


আজ 14 ই জুন সারা পৃথিবীতে পালিত হচ্ছে বিশ্ব রক্তদান দিবস ।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে 2004 সাল থেকে পালিত হচ্ছে এই রক্তদান দিবস।
 
বিশেষত সেই সমস্ত মানুষদের স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়ে থাকে যারা প্রতিবছর কোথাও না কোথাও রক্ত দিয়ে থাকে এবং অসংখ্য মানুষকে সাহায্য করে থাকে । 
এছাড়া নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার  1901 সালে রক্তের গ্রুপের নির্মাণ করেন তাকেও কিন্তু আজকের দিনে বিশেষ ভাবে সংবর্ধনা জানানো হয় । 

আমরা সকলেই জানি রক্ত মানবদেহের একটি বিশেষ উপাদান রক্ত আমাদের সচিব ও সক্রিয় রাখে। 18 থেকে 65 বছরের পুরুষ ও মহিলা বছরে তিনবার করে রক্ত দিতে পারে । রক্তদান করলে কোন ক্ষতি হয় না বরং লাভ হয় । 
রক্তদান করলে হার্ট অ্যাটাকের ঝুকি কমে যায় এবং ওজন কমাতে বেশি সাহায্য করে । 

প্রতিবছর যে কোন দেশের রক্তের প্রয়োজন হয় জনসংখ্যা অনুযায়ী 1% । কিন্তু সেই 1% জোগাড় করতেই নাজেহাল হতে হয় বিভিন্ন মানুষকে । 
আমাদের দেশে যেখানে 1.50 থেকে  2 কোটি মানুষের রক্তদাতার প্রয়োজন সেখানে মাত্র 60 থেকে 70 লাখ মানুষ রক্ত দিয়ে থাকে । আমরা জানি প্রতি 1 সেকেন্ডেই কোনো না কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়ে থাকে। 

তাই সকলের কাছে অনুরোধ করছি আপনারা সবাই রক্ত দান করুন এবং জীবন বাঁচান কারণ রক্তদানই জীবন দান ।
                                           

          শিলিগুড়ি সংবাদ প্রতিনিধি :  দীপঙ্কর দাস

                                       দীপঙ্কর দাস










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ