বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস (June 12th, celebrated as World Against Child Labour)

বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস ।
June 12th is celebrated as World Against Child Labour.

                         শিশু শ্রমিকের

অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 
বিশ্বের মধ্যে ভারতেই শিশু শ্রমিকের সংখ্যা সবথেকে বেশি৷ আদমশুমারি অনুযায়ী, ভারতে শিশু শ্রমিকের সংখ্যা ৬ কোটি থেকে ১২ কোটি৷ তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি, যেটা লোকচক্ষুর বাইরে থেকে যায়৷

৭ থেকে ১৪ বছরের বালক-বালিকারা সাধারণত শিশু শ্রমিকের মধ্যে পড়ে৷ সমাজ বিজ্ঞানীদের মতে, দারিদ্র্য ও সামাজিক সুরক্ষার অভাবই শিশু শ্রমের অন্যতম কারণ৷ উন্নত দেশগুলিতে যে সামাজিক সুরক্ষার ব্যবস্থা আছে, ভারতের মতো দেশগুলিতে তার বিন্দু বিসর্গ নেই৷ ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে, উদার অর্থনীতির কারণে বেসরকারীকরণ হয়েছে লাগাম ছাড়া, সমাজের একটা বড় অংশ হয়ে পড়েছে বেকার, যার কোপ গিয়ে পড়ছে সমাজের শিশু জীবনে৷ সর্বজনীন শিক্ষা বা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত গরিব পরিবারের অভিভাবকরা তখন বাধ্য হয়ে অন্ন সংস্থানের তাগিদে নাবালক নাবালিকাদের পাঠায় কাজ করতে৷

 বর্তমানে বিশ্বের উন্নয়ন দেশ গুলিতে এই সমস্যা আরও প্রকট।


আলিপুরদুয়ার সংবাদ প্রতিনিধি : রণবীর দত্ত

                      Ranabir Dutta

Both the image is for representation purpose only, and is not of someone known to us.
Images are sourced from internet.
www.dreamstime.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ