তৃনমূলের ভাবধারায় অনুপ্রানিত হয়ে দার্জিলিং পাহাড় তৃনমূল কংগ্রেসে, বিপুল যোগদান ।
Mass Joining of People in Darjeeling Trinamool Congress.
দার্জিলিং পাহাড়ে হিল তৃনমুল কংগ্রস করোনার আবহে এান বিলিসহ নানা সহযোগীতার হাত বাড়িয়ে দেয় সদুর চা- বাগান গুলির শ্রমিকদের কাছে l অজান্তে শ্রমিকদের মনে তৃনমূল দলের এই সেবা মনোভব গেঁথে যায় আজ দার্জিলিং শহর তৃনমূলের অফিসে ।।
এক অনুষ্ঠানের পর দার্জিলিঙের পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ৩০ জন যুবক তৃলমূলের ভাবধারায় অনুপ্রানিত হয়ে তৃনমূলে যোগ দেয় তারা হিলতৃনমুল কংগ্রসের সম্মায়ক এন,বি খাওয়াসের হাত থেকে দলীয় পতাকা গ্রহন করে l অন্যদিকে দার্জিলিং জেলার সুখিপোখরীর ধজিয়া চা- বাগানের ৮০ টি শ্রমিক পরিবার যোগ দেয় তৃনমূলে ।।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
#Siliguri #darjeeling #Coochbehar #kalimpong #kurseong #Falakata #uttorbongorain #jalpaiguri #Maynaguri #oodlabari #malbazar
#dooars #Birpara #Dhupguri #Hasimara #Alipurduar
#jaygaon #Madarihat #sishubari #Binnaguri #Banarhat #Nagrakata #chalsa
*স্বপন পাল ,দার্জিলিং প্রতিনিধি*
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !