জয়ন্ত রায়, ময়নাগুড়ি: কেপিপি ও নস্যশেখ যুব পরিষদ এর যৌথ কমিটি (ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ)র পাঁচ উত্তরদিনাজপুর জেলার জেলা শাসকের মাধ্যমে মূখ্যমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর উদ্দেশ্যে গণডেপুটেশান প্রদান করা হল ।
দাবিগুলির মধ্যে প্রধান দাবি ছিল
১) কামতাপুরী ভাষার ২০২১ সালে পঠন-পাঠন চালু করতে হবে,
২) কামতাপুরী ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে,
৩) ভূমিপুত্রদের রক্ষাকবচ না দেওয়া অবধি উত্তরবঙ্গে CAA চালু করা চলবে না,
৪) উত্তরবঙ্গে এইমস স্থাপন করতে হবে ।
৫) জলপাইগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কেপিপির সুপ্রিমো অতুল রায়, কামতাপুরী ভাষা আকাদেমির সদস্য জনাব বজলে রহমান, নস্যশেখ যুব পরিষদ এর সভাপতি মিন্টু ইসলাম প্রমুখ ।
সংবাদ : জয়ন্ত রায়,
ময়নাগুড়ি
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !