রক্ত দিলেন ৮০ জন
তুষার কান্তি খাঁ, ফারাক্কা, ১৬ ডিসেম্বর: ডি ওয়াই এফ আই ফারাক্কা লোকাল কমিটির সহযোগিতায় মহাদেব নগর ইউনিট কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল এ দিন। মহাদেবনগর মর্ডান কোচিং সেন্টারে ৮০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। পতাকা উত্তোলনের মাধ্যমে শিবিরের শুভ সূচনা করেন মহাদে নগর ইউনিট কমিটির সভাপতি ইয়াকুব আলী। উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই ফারাক্কা লোকাল কমিটির সম্পাদক ফিরোজ জাহাঙ্গীর, সভাপতি হিমাংশু শেখর সাহা, গণআন্দোলনের নেতা মোজাফফর হোসেন সহ আরো অনেকে।
কোনও খবর রিপোর্ট করার থাকলে, আমাদের পেইজ এ যোগাযোগ করবেন, কিংবা এই নাম্বার এ কাল করুন । ৯০৮৮৮৬২৯৩০
To send us any News/Views, Please contact our Page or call us in this number : 9088862930.
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !