জলপাইগুড়ি শিববাড়ী নব যুব সংঘ সুইমিং অ্যসোসিয়েশন এর ব্যবস্থাপনায় আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা।



জলপাইগুড়ির শিববাড়ী নব যুব সংঘ সুইমিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তঃক্লাব প্রতিযোগিতায় প্রতিযোগীরা উজ্জীবিতভাবে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা শিববাড়ী নব যুব সংঘের মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩৯টি ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করে।


তারিখ: ২৯/৯/২০২৪

স্থান: শিববাড়ী নব যুব সংঘ, বেগুনটারি, জলপাইগুড়ি




খবর পাঠিয়েছেন:
নবেন্দু সরকার
জলপাইগুড়ি।









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ