আজ বিন্নাগুড়ি BDSCA ময়দানে এক বিশাল বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল বানারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে একপ্রকার ধমক দিয়েই ব্লক ও অঞ্চলের নেতৃত্বদের হুশিয়ারি দিলেন মহুয়া গোপ। (বিস্তারিত শেষের দিকে ভিডিও)
Today, a grand Bijaya Sammilani (gathering) was organized at the Binnaguri BDSCA ground by the Banarhat Block Trinamool Congress. At the end of the event, while addressing the journalists, Mahuya Gope issued a stern warning to the block and Anchal leaders, almost in a scolding tone. (For details, see the video towards the end).
এই সম্মিলনীর মাধ্যমে শারদোৎসবের সমাপ্তি ও বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করা হয়। সম্মিলনী অত্যন্ত আড়ম্বর ও উত্সাহের সঙ্গে উদযাপিত হয়, এবং এতে উপস্থিত ছিলেন জেলার ও রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা।
সম্মিলনীর নেতৃত্ব দিয়েছিলেন সভানেত্রী মহুয়া গোপ, যিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট সীমা চৌধুরী, যিনি জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পগুলিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি বুলুচিক বরাইক, যিনি এলাকার উন্নয়নমূলক কাজ ও জনগণের কল্যাণে কাজ করছেন।
সম্মেলনীতে যোগ দিয়েছিলেন এমএলএ ডাঃ নির্মল চ. রায়, যিনি বিধানসভায় জনগণের দাবিগুলো তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
এছাড়াও, বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং, প্রাক্তন ব্লক সভাপতি নয়ন দত্ত এবং বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূলের সকল সদস্য, প্রধান এবং উপ-প্রধানও এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন।
এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে বিন্নাগুড়ির মানুষ তাদের ঐক্যবদ্ধতা এবং শারদোৎসবের উত্সবমুখরতা উদযাপন করবে। সম্মেলনি বিন্নাগুড়ির জনসাধারণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের বার্তা পৌঁছে দেবে।
বিস্তারিত বক্তব্য ভিডিওতে।
ENGLISH
Grand Bijaya Sammeloni was Organised by Trinamool Banarhat Block at Binnaguri BDSCA Ground, District Leaders and State INTTUC President Ritabrata Banerjee attended the Programme
A grand Bijaya Sommelon is set to mark the conclusion of the Durga Puja festivities and the spirit of Bijaya Dashami. The sommeloni is expected to be a joyous and vibrant affair, with several prominent political figures of the district & state in attendance.
The sommeloni was led by Sabhanetri Mahua Gope, a key leader in the Trinamool party who has been actively involved in various developmental projects in the region. Along with her, Jalpaiguri Zila Parishad Vice President Sima Choudhary also graced the event, who is also playing a crucial role in district-level development initiatives.
Special guests for the occasion include MP Buluchik Baraik, who has been consistently working towards the betterment of the region and ensuring the welfare of the people. MLA Dr. Nirmal Ch. Roy will participated in the sommeloni, who is again known for his significant contributions in representing the people’s interests in the legislative assembly.
Additionally, Banarhat Block President Sagar Gurung, Banarhat Block Minority President Md. Rafique Ahmed along with all members of the Binnaguri Anchal Trinamool party, including the Pradhan and Up-Pradhan, joined the sommeloni.
This Bijaya sommeloni will symbolize the unity and festive spirit of the people of Binnaguri. The sommeloni will spread a message of peace, harmony, and goodwill among the locals, and bring the community together in celebration.
Vr: Joy Roy, Binnaguri
0 মন্তব্যসমূহ
Thankyou for your Feedback !